Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
উথলী ইউনিয়ন পরিষদ ভবন
বিস্তারিত

উথলী ইউনিয়ন পরিষদ ভবন: ১৯৫৯ সালে ততকালীন সরকারের নিদির্ষ মোতাবেক উথলী ইউনিয়ন বোর্ড ও মনোহরপুর ইউনিয়ন বোর্ড ভেঙ্গে উথলী গ্রামের নাম  অনুসারে উথলী ইউনিয়নের নাম করন করা হয় ।উথলী ইউনিয়নের প্রথম চেয়ারম্যানের নাম মরহুম আবুল হোসেন টিকে ।১৯৬৪ সালে উথলী ইউনিয়ন পরিষদটি মনোহরপুর স্থাপিত হয়।স্বাধীনতার পর ১৯৭২ সনে সাধারন জনগনের নিবার্চনে প্রথম চেয়ারম্যান জনাব মোঃ জাফর আলী মিয়া।এই  ইউনিয়ন পরিষদের পশ্চিমে ভারত, পূর্বেআন্দুলবাড়ীয়া ইউনিয়ন, উত্তরে বেগমপুর ইউনিয়ন, দক্ষিনে জীবননগর পৌরসভা।জীবননগর উপজেলা থেকে ইউনিয়নের দুরুত্ত  ৫ কিঃ মিঃ চুয়াডাঙ্গা জেলা থেকে দুরত্ত ২৭ কিঃ মিঃ ।