দশের লাঠি একের বোঝা, একের পক্ষে যে কাজ করা সম্ভব না, দশ জনে করলে তা সহজেই সমাধান করা সম্ভব। এই মূল মূন্রে দীক্ষিত হয়ে অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিভিন্ন পেশাজীবি সংগঠন গঠন হয়েছে। এই পেশাজীবি সংগঠনের তালিকা নিম্ন দেয়া হলো -
০১. উথলী টিচার্স ক্লাব
০২. অবসর প্রাপ্ত সেনা কল্যাণ সমিতি
০৩. উথলী ব্যবসায়ী সমবায় সমিতি
০৪. খয়েরহুদা ধান্য ব্যবসায়ী সমবায় সমিতি।
০৫. ধোপাখালী কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি।
০৬. সন্তোষপুর রিক্সা চালক সমবায় সমিতি।
ইহা ছাড়া বিভিন্ন এনজিও মাধ্যমে গঠিত অনেক সমবায় সমিত আছে
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS