এটি বাংলাদেশর মধ্যে সবচেয়ে ছোট একটি রেলওয়ে ষ্টেশন। উথলী রেলওয়ে স্টেশন যা আজ শুধু স্টেশন বলে পরিচিত তা মূলতঃ নীলকর ইংরেজদের একটি কুঠি । এখান থেকে তারা এ অঞ্চলের আখচাষের পরিকল্পনা ও পরিচালনা করতো । ভবনের উপর থাকতো ইংরেজ সাহেব। নীচ তলার কামড়া গুলো ছিল তাদের গুপ্ত ঘর বা জেলখানা । এই কামরা গুলো এমন ভাবে নির্মিত যে, তার ভেতর আলো, বাতা। এই রেল স্টেশন ভবনে সংঘঠিত কেরু সাহেবদের স্মৃতি জনপদকে স্মরণ করিয়ে দেয় উথলী অতীতকে। এ ষ্টেশনে প্রায় সব ধরনের ট্রেনই থেমে থাকে না মুথ মাত্র লোকাল ট্রেন থামে যার কারনে জীবননগর বাসীর যাতায়াতের প্রধান মাধ্যম হলো উথলী রেলওয়ে ষ্টেশন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS